Ghatal । পোষা কাকাতুয়াকে বাঁচাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো ঘাটালের এক যুবকের, মৃত পাখিটিও
Friday, January 10 2025, 3:08 am
Key Highlights
কলকাতা থেকে শখ করে কাকাতুয়া কিনে নিয়ে গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের এক বাসিন্দা। সেই কাকাতুয়াকে বাঁচাতে গিয়েই প্রাণ গেল ওই যুবকের।
বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক ঘটনা ঘটলো মেদিনীপুরের ঘাটালে। পোষা কাকাতুয়াকে বাঁচাতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের, মৃত কাকাতুয়াও। সূত্রের খুব, মৃত যুবকের নাম শ্রীরাম দাস। তাঁর পাখি পোষার শখ ছিল। কলকাতা থেকে একটি কাকাতুয়া কিনেছিলো সে। এদিন সকালে সে দেখে একটা কাকাতুয়া খাঁচা থেকে বেরিয়ে সামনের পুকুরে পড়ে গিয়েছে। কাকাতুয়াকে বাঁচাতে যান শ্রীরাম। ভালো সাঁতার না জানায় জলে ডুবে যান তিনি। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে।
- Related topics -
- রাজ্য
- অস্বাভাবিক মৃত্যু
- পশু পাখি
- পাখি মৃত্যু
- পাখিপ্রেমী
- মেদিনীপুর
- ঘাটাল