Golf Green | গলফ গ্রিনের আবর্জনার স্তূপে মহিলার কাটা মুন্ডু! খুন করে দেহ টুকরো করার পর প্রমাণ লোপাটের চেষ্টা?

Friday, December 13 2024, 6:59 am
highlightKey Highlights

প্রতিদিনের মতো শুক্রবার সকালে গলফ গ্রিনের ওই ভ্যাটে আবর্জনা নিতে এসেছিলেন সাফাইকর্মীরা। সেই সময় তাঁরা মহিলার কাটা মুন্ডু দেখতে পান।


আবর্জনার স্তূপে মিলল মহিলার কাটা মুন্ডু! সাতসকালে গলফ গ্রিনের এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। সূত্রে খবর, প্রতিদিনের মতো শুক্রবার সকালে গলফ গ্রিনের ওই ভ্যাটে আবর্জনা নিতে এসেছিলেন সাফাইকর্মীরা। সেই সময় তাঁরা মহিলার কাটা মুন্ডু দেখতে পান। এর পরই খবর দেওয়া হয় থানায়। কাটামুন্ডুটা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে খবর। পুলিশের অনুমান, মহিলাকে খুনের পর টুকরো করা হয়েছে গোটা দেহ। সম্ভবত প্রমাণ লোপাটে দেহাংশ ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন এলাকার আবর্জনার স্তূপে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File