Alipurduar | রেললাইনে চলছিল বন্যপ্রাণী বাঁচানোর মহড়া, আলিপুরদুয়ারে হাতি পিষে মারলো রেলকর্মীকেই

Thursday, March 6 2025, 3:48 pm
highlightKey Highlights

বন্যপ্রাণীর সঙ্গে রেলের সংঘর্ষ ঠেকাতে ‘ইনট্রুশন ডিভাইস সিস্টেম’এর মহড়া চলছিল। সেই সময়েই কুনকি হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির।


আলিপুরদুয়ারে ট্রেনের ধাক্কায় প্রতিবছর মৃত্যু হয় অসংখ্য বন্যপ্রাণীর। বন্যপ্রাণীর সঙ্গে রেলের সংঘর্ষ ঠেকাতে আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে উত্তর দিকে রাজাভাতখাওয়ার মধুগাছ তলা অবধি ‘ইনট্রুশন ডিভাইস সিস্টেম’ চালু করার মহড়া চলছিল। বৃহস্পতিবার মহড়ার জন্যে আনা হয়েছিল দুই কুনকি হাতি ‘জোনাকি’ ও ‘মমতাজ’কে। উপস্থিত ছিলেন রেলের আধিকারিকরা সহ বেসরকারি সংস্থার কারিগরি আধিকারিক সন্দীপ চৌধুরী। মহড়ার এক পর্যায়ে ট্রেন এগিয়ে আসতেই ‘জোনাকি’ শুঁড় দিয়ে তুলে মাটিতে আছড়ে দেয় সন্দীপবাবুকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File