R G Kar | আরজি করের ঘটনার পর সেমিনার রুমে নির্যাতিতার দেহের কাছে সন্দীপ ঘনিষ্ঠরা! ভাইরাল ভিডিও

Monday, August 26 2024, 10:56 am
R G Kar | আরজি করের ঘটনার পর সেমিনার রুমে নির্যাতিতার দেহের কাছে সন্দীপ ঘনিষ্ঠরা! ভাইরাল ভিডিও
highlightKey Highlights

সম্প্রতি ভাইরাল হয়েছে আরজি কর ঘটনার এক ভিডিও! সেই ভিডিও অনুযায়ী সেমিনার রুমে পড়েছিল তিলোত্তমার দেহ।


সম্প্রতি ভাইরাল হয়েছে আরজি কর ঘটনার এক ভিডিও! সেই ভিডিও অনুযায়ী সেমিনার রুমে পড়েছিল তিলোত্তমার দেহ। বাইরে অপেক্ষা করছিলেন তাঁর বাবা-মা। সাড়ে তিন ঘণ্টার অপেক্ষা। মেয়েকে দেখতে পাওয়ার অনুমতি মিলছিল না তাঁদের। কিন্তু সেদিন সেমিনার রুমে দেখা মিলেছে ‘বহিরাগত’দের অনেকেরই। যাঁদের সে সময়ে সেখানে থাকার কথাই ছিল না। দেখা যাচ্ছে, সেমিনার রুমের বাইরে রয়েছেন আইনজীবী শান্তনু দে। প্লেস অফ অকারেন্সে দেখা মিলেছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ফরেনসিক চিকিৎসক দেবাশিস সোম সহ সন্দীপ ঘোষের বহু ছায়াসঙ্গীকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File