Plane Crash | জর্জিয়ায় আছড়ে পড়লো তুরস্কের সামরিক বিমান, প্রশ্নের মুখে ২০ সেনাকর্মীর প্রাণ!

Tuesday, November 11 2025, 4:45 pm
highlightKey Highlights

মঙ্গলবার আজ়ারবাইজান এবং জর্জিয়া সীমান্তে ভেঙে পড়ে তুরস্কের সি-১৩০ বিমানটি, জানা গিয়েছে এমনটাই।


মঙ্গলবার তুরস্কের সামরিক বাহিনীর একটি সি ১৩০ কার্গো বিমান আজ়ারবাইজান এবং জর্জিয়া সীমান্তে ভেঙে পড়েছে। সেই দেশের মন্ত্রক সেনামন্ত্রক সূত্রে খবর, বিমানটিতে ২০ জন সামরিক কর্মী ছিলেন। যদিও সরকারিভাবে এখনও কতজনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায় তা জানানো হয়নি। দুর্ঘটনার পরপরই জর্জিয়া, আজারবাইজান এবং তুরস্কের যৌথ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। এখনও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেব এরদোগান শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File