Jumped Deposit Scam | ১০০০-৫০০০ টাকা পাঠিয়ে প্রতারণার ফাঁদ! ‘জাম্পড ডিপোজিট স্ক্যাম’ নিয়ে সতর্ক করছে সাইবার ডিপার্টমেন্ট
![Jumped Deposit Scam | ১০০০-৫০০০ টাকা পাঠিয়ে প্রতারণার ফাঁদ! ‘জাম্পড ডিপোজিট স্ক্যাম’ নিয়ে সতর্ক করছে সাইবার ডিপার্টমেন্ট](https://media.bengalbyte.in/images/7y7and54/featured.webp)
জাম্পড ডিপোজিট স্ক্যামে প্রতারকরা প্রথমে গ্রাহকের অ্যাকাউন্টে ১০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত জমা করে।
ফের নয়া প্রতারণার জেলে পেতেছে সাইবার প্রতারকরা। নাম ‘জাম্পড ডিপোজিট স্ক্যাম’। এই নিয়ে আমজনতাকে সতর্ক করেছে সাইবার ডিপার্টমেন্ট। জাম্পড ডিপোজিট স্ক্যামে প্রতারকরা প্রথমে গ্রাহকের অ্যাকাউন্টে ১০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত জমা করে। তারপর SMS পাঠিয়ে এক লিঙ্ক পাঠায়। ইউজার লিঙ্কে ক্লিক করে যখনই UPIপিন দেন, তৎক্ষণাৎ অ্যাকাউন্টের অ্যাক্সেস চলে যায় প্রতারকদের হাতে। এরপরই টাকা হাতিয়ে নেয় প্রতারক। এই প্রতারণা থেকে বাঁচতে হলে কোনও রকম অজ্ঞাত লিঙ্কে ক্লিক না করতে বলছেন সাইবার পুলিশরা।
- Related topics -
- দেশ
- ভারত
- ক্রাইম
- প্রতারণা
- আর্থিক প্রতারণা
- সাইবার ক্রাইম