Bangladesh Quota Protest | গত পাঁচদিনে মৃত্যু হয়েছে মোট ১৭৪ জনের! আপাতত কার্ফু প্রত্যাহারের পথে হাঁটছে না হাসিনা সরকার
বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে হিংসার জেরে গত পাঁচদিনে মৃত্যু হয়েছে মোট ১৭৪ জনের।
বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে হিংসার জেরে গত পাঁচদিনে মৃত্যু হয়েছে মোট ১৭৪ জনের। রবিবার কোটা নিয়ে সুপ্রিম কোর্টের রায় কার্যত আন্দোলনকারীদের পক্ষে থাকলেও জারি ছিল সংঘর্ষ, হিংসা। এর ফলে এখনও কার্ফু প্রত্যাহারের পথে হাঁটছে না হাসিনা সরকার। যদিও সোমবার বাংলাদেশি সময় দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্ফু শিথিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, প্রতিদিন সকাল ৮টায় বৈঠক করবেন সংশ্লিষ্ট জেলার ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর আধিকারিকরা। পরিস্থিতি পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।