Indian Prisoners | সারা বিশ্বে বিচারাধীন হিসেবে বন্দি রয়েছে দশ হাজারেরও বেশি ভারতীয়!
Saturday, March 22 2025, 4:41 am

বিশ্বের বিভিন্ন দেশে মোট ১০,১৫২ জন ভারতীয় বিচারাধীন বন্দি হিসাবে রয়েছে।
বৃহস্পতিবার রাজ্যসভায় প্রশ্ন উত্তর পর্বে ভারতীয় অভিবাসী বন্দি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। তিনি জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় বিচারাধীন বন্দি হিসাবে মোট ১০,১৫২ জন আটক রয়েছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহীতে উত্তরপ্রদেশের শাহজাদি খানের ফাঁসির সাজা কার্যকর হয়েছে। বিদেশ প্রতিমন্ত্রী আরও জানান, সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত ভারতীয় রয়েছেন সংযুক্ত আরব আমিরশাহীতে, ২৫ জন। সৌদি আরবে রয়েছে ১১ জন, মালয়েশিয়ায় ছ’জন, কুয়েতে তিনজন এবং ইন্দোনেশিয়া, ইয়েমেন, কাতার, আমেরিকায় একজন।