Barrackpore Fire | ব্যারাকপুরে অতীন্দ্র সিনেমা হলের পাশে আগুন! 'এমন আগুন আগে লাগেনি' বলছেন স্থানীয়রা
Tuesday, January 21 2025, 12:44 pm
Key Highlightsমঙ্গলবার বিকেলে ব্যারাকপুরে অতীন্দ্র সিনেমা হলের পাশে ভয়াবহ আগুন লেগেছে বলে খবর।
ব্যারাকপুরে আগুন! মঙ্গলবার বিকেলে ব্যারাকপুরে অতীন্দ্র সিনেমা হলের পাশে ভয়াবহ আগুন লেগেছে বলে খবর। যেখানে আগুন লেগেছে তার কিছুটা দূরেই রয়েছে বিখ্যাত বিরিয়ানির দোকান 'দাদা বৌদি'র দোকান ও বাসস্ট্যান্ড। স্বাভাবিকভাবেই আগুন লাগে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। জানা গিয়েছে, অতীন্দ্র মাল্টিপ্লেক্সের এক ক্যাফেটেরিয়া থেকেই প্রথমে আগুন লাগে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে পাশের দোকানে। সেই দোকানের ভিতরে কেউ আটকে রয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- অগ্নিকান্ড
- দমকল

