Richa Ghosh | 'বিশ্ব' জয়ের উপহার, রিচা ঘোষের নামে উত্তরবঙ্গে তৈরি হবে স্টেডিয়াম!

Monday, November 10 2025, 11:21 am
highlightKey Highlights

শিলিগুড়ির সিটি সেন্টারের কাছে চাঁদমনি টি এস্টেটের কাছে ২৭ একর জমিতে তৈরি হবে রিচার নামে স্টেডিয়াম।


গত শনিবার ইডেন গার্ডেন্সে পশ্চিমবঙ্গ সরকার সংবর্ধনা জানিয়েছে প্রথমবার বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্য, বঙ্গ তনয়া রিচা ঘোষকে। চমকপ্রদভাবে রিচাকে ওইদিন ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে রিচাকে পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী।এবার রিচাকে সম্মানিত করতে তাঁর নামে শিলিগুড়িতে তৈরি হবে একটি স্টেডিয়াম। শিলিগুড়ির সিটি সেন্টারের কাছে চাঁদমনি টি এস্টেটের কাছে ২৭ একর জমিতে তৈরি হবে রিচার নামে স্টেডিয়াম।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File