US Plane Crash | আমেরিকায় ভেঙে পড়লো সিঙ্গল ইঞ্জিনের আস্ত বিমান! মৃত সব যাত্রী
Sunday, April 20 2025, 5:36 pm
Key Highlightsআমেরিকার গ্রামীণ এলাকায় ভেঙে পড়ল একটি সিঙ্গল ইঞ্জিনের বিমান। ছোট বিমানে চার জন ছিলেন। তাঁদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে।
আমেরিকায় বিমান বিপর্যয়। বিমান ভেঙে পড়ে মৃত্যু হয়েছে সব যাত্রীদের। ঘটনাটি ঘটেছে, আমেরিকার ইলিনস প্রদেশে ট্রিলা এলাকায়। শনিবার ট্রিলার কমিউনিটির কাছে একটি সিঙ্গল ইঞ্জিন সেসনা সি১৮০জি এয়ারপ্লেন ভেঙে পড়ে। ছোট্ট এই বিমানে ২ জন মহিলা ও ২ জন পুরুষ যাত্রী ছিলেন। চারজনেরই মৃত্যু হয়েছে। বিমানটি একটি রাস্তার ওপর ভেঙে পড়েছিল ফলে ওই এলাকার রাস্তা বেশ কয়েক ঘণ্টা বন্ধ ছিল। রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। পুলিশের অনুমান, বিমানটি ভেঙে পড়ার সময় হাইভোল্টেজ বৈদ্যুতিক তারে আটকে যায়।
- Related topics -
- আন্তর্জাতিক
- বিমান দুর্ঘটনা
- বিমান
- মৃত্যু
- আমেরিকা

