JU University | সময় বেঁধে দিয়ে হুঁশিয়ারি অসুস্থ উপাচার্যকে, যাদবপুরে আন্দোলনের পথে পড়ুয়ারা

Wednesday, March 5 2025, 5:07 am
highlightKey Highlights

ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভাকে ঘিরে রণক্ষেত্র হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকে সময়সীমা বেঁধে দিলেন আন্দোলনরত পড়ুয়ারা।


ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভাকে ঘিরে ধুন্ধুমার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। শনিবার উত্তপ্ত যাদবপুর ক্যাম্পাসে বহু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আহত হয়েছে পড়ুয়া, আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী, হেনস্থা করা হয়েছে উপাচার্যকে। এরপরই অসুস্থ হয়ে পড়েছেন ভারপ্রাপ্ত উপাচার্য। তাঁকে টানা দশদিন বেড রেস্টে থাকতে বলেছেন চিকিৎসক। এদিকে আন্দোলনরত পড়ুয়ারা দাবি জানিয়েছে, ক্যাম্পাসে ঘটে সব ঘটনার দায় নিতে হবে উপাচার্যকে। বুধবার বিকেল ৪টের মধ্যে উপাচার্য তাঁদের সঙ্গে আলোচনায় না বসলে বৃহত্তর আন্দোলনের দিকে এগোবে তাঁরা, হুঁশিয়ারি পড়ুয়াদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File