Srinagar । শিশু দিবসের দিন ভয়াবহ আগুন লাগলো শ্রীনগরে, পুড়ে ছাই আস্ত একটি স্কুল !

Thursday, November 14 2024, 4:25 pm
Srinagar । শিশু দিবসের দিন ভয়াবহ আগুন লাগলো শ্রীনগরে, পুড়ে ছাই আস্ত একটি স্কুল !
highlightKey Highlights

শিশু দিবসের দিন আগুনে পুড়ে ছাই হলো জম্মু কাশ্মীরের আস্ত একটি স্কুল। দুর্ঘটনাটি ঘটেছে শ্রীনগরের রাজবাগ এলাকার একটি মুসলিম স্কুলে।


শিশু দিবসের দিন আগুনে পুড়ে ছাই হলো আস্ত একটি স্কুল। জানা গিয়েছে, আজ সকালে জম্মু কাশ্মীরের শ্রীনগরের রাজবাগ এলাকার একটি স্কুলে চিলড্রেন্স ডে পালন করা হচ্ছিল। হঠাৎই স্কুলের উপরতলায় আগুন লেগে যায়। কমপক্ষে ৫৫০ জন দশম শ্রেণির পড়ুয়া সহ ৭০ জন ফ্যাকাল্টি ওই সময় স্কুলে উপস্থিত ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আর্টকে পড়া পড়ুয়াদের উদ্ধার করে শ্রীনগর থানার পুলিশ। যদিও গোটা ঘটনায় গুরুতর আহত হননি কেউই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File