Royal Bengal Tiger । জিনাতের পর এবার রয়্যাল বেঙ্গল আতঙ্ক, চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়ায়
Saturday, January 4 2025, 3:02 am
Key Highlights
সম্প্রতি প্রায় ২১ দিন ধরে ওড়িশার সিমলিপাল থেকে ঝাড়খণ্ড হয়ে বাংলায় এসেছিল জিনাত। আর সেই বাঘিনীর পিছু নিয়েই নাকি পুরুলিয়ার সীমানায় চলে এসেছে আরও একটি রয়্যাল বেঙ্গল টাইগার।
আশঙ্কা ছিল, আর তাই সত্যি হলো। জিনাতের পিছু নিয়েই পুরুলিয়ার সীমানায় চলে এসেছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার। শুক্রবার বাঘের ছাপ দেখা গিয়েছিলো পুরুলিয়া লাগোয়া ঝাড়খণ্ডে। বনদফতরের দাবি, একদিনে ওই বাঘ প্রায় ১২ থেকে ১৫ কিমি হাঁটছে। এর জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে রাইকেলা, খরসোওয়ার চান্ডিল বনাঞ্চল, বাংলর বলরামপুর, মাঠা, বাঘমুন্ডি বনাঞ্চলে। দফায় দফায় বৈঠকে বসছেন বনকর্মীরা। কর্মীদের ২৪ ঘণ্টার ডিউটিও চালু করছেন তাঁরা।এই বাঘ পালামৌ থেকে এসেছে বলার অনুমান।
- Related topics -
- দেশ
- রয়্যাল বেঙ্গল টাইগার
- বাঘ
- ঝাড়খন্ড
- পুরুলিয়া