Robot Suicide | কাজের চাপেই আত্মহত্যা? মানুষ নয়, সিঁড়ি থেকে মরণঝাঁপ দিল রোবট!

Monday, July 1 2024, 10:16 am
highlightKey Highlights

সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় সরকারি কর্মচারী (সুপারভাইজার) হিসেবে কর্মরত এক রোবটের মৃত্যুতে উঠে আসছে আত্মহননের প্রসঙ্গ।


কর্মজীবনের চাপে অবসাদ মানুষের কাছে নতুন নয়। তবে এই চাপ যে নিতে পারলো না প্রযুক্তিও! সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় সরকারি কর্মচারী (সুপারভাইজার) হিসেবে কর্মরত এক রোবটের মৃত্যুতে উঠে আসছে আত্মহননের প্রসঙ্গ। সম্প্রতি  সিঁড়ি থেকে ২ মিটার নিচে পড়ে টুকরো টুকরো হয়ে যায় সেটি। অন্যান্য কর্মচারীরা বলেন, সিঁড়ি থেকে ঝাঁপ দেওয়ার আগে এক জায়গায় দাঁড়িয়ে সে ঘুরছিল। মনে হচ্ছিল তার ভেতরে বড় কোনও গোলমাল হয়েছে। এরপর হঠাত্ সেই সিঁড়ি থেকে নীচে পড়ে যায়।
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File