জন্মদিনে সুসংবাদ, A.R.Rahman-এর পছন্দ ইমনের গান
Friday, September 24 2021, 12:04 pm
Key Highlightsসোমবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর জন্মদিন। মধ্যরাত থেকেই শুরু হয়েছে সেলিব্রেশন। ৩১ পেরিয়ে ৩২ শে পা রাখলেন তিনি। পাশাপাশি তিনি জন্মদিনের সকালেই সকলের সাথে সুসংবাদ শেয়ার করলেন। সম্প্রতি ইমন তাঁর প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে এ আর রহমানের সুর করা 'তাল' ছবির 'নহি সামনে' গানটি কভার করেছিলেন। অনলাইনে এই গানের যত কভার সং আছে তাঁর মধ্যে ইমনের গানটিকেই সেরার তকমা দিয়েছেন কিংবদন্তি সংগীত পরিচালক এ.আর.রহমান।