Kasba Rape Case | এবার সুপ্রিম কোর্টে গড়াল কসবা-কাণ্ডের জল! সিবিআই তদন্ত চেয়ে দায়ের মামলা!

সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করার আবেদন জানালেন সত্যম সিং নামে এক আইনজীবী।
কসবার আইন কলেজে ধর্ষণের ঘটনার জল গড়ালো এবার সুপ্রিম কোর্ট পর্যন্ত। সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করার আবেদন জানালেন সত্যম সিং নামে এক আইনজীবী। আবেদনটিতে এই ঘটনায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্রের ‘অযাচিত মন্তব্যের’ প্রসঙ্গও উল্লেখ রয়েছে। প্রসঙ্গত, এদিনই কসবার ঘটনায় কলকাতা হাইকোর্টে দু’জন আলাদা ব্যক্তি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট) এর চেয়ারম্যান হিসেবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে রাখা হোক, সেই আবেদনও করা হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- কসবা
- ক্রাইম
- ধর্ষণ
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত