Bus Accident | খরস্রোতা অলকানন্দায় পড়লো যাত্রীবাহী বাস, আহত ৭, নিখোঁজ একাধিক

Thursday, June 26 2025, 1:55 pm
Bus Accident | খরস্রোতা অলকানন্দায় পড়লো যাত্রীবাহী বাস, আহত ৭, নিখোঁজ একাধিক
highlightKey Highlights

রুদ্রপ্রয়াগের অলকানন্দা নদীতে পড়ে গেল যাত্রিবাহী বাস। এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সাত জন বাসযাত্রী আহত হয়েছেন।


উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা। খরস্রোতা নদীতে পড়লো যাত্রীবাহী বাস। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে ১৮ আসনের একটি বাস রুদ্রপ্রয়াগ জেলার ঘোলথিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে অলকানন্দা নদীতে গিয়ে পড়ে। দ্রুত উদ্ধারকার্য শুরু করে এসডিআরএফ, পুলিশ এবং প্রশাসনের দল। পালিশ সূত্রে খবর, একজন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সাতজন বাসযাত্রী। নিখোঁজ একাধিক। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালানো হচ্ছে। উত্তরাখণ্ড পুলিশের আইজি নীলেশ আনন্দ ভারান জানিয়েছেন, নিখোঁজ যাত্রীদের খোঁজার কাজ চালানো হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File