Guatemala Bus Accident | লোহার রেলিং ভেঙে ১১৫ ফুট গভীর খাদে পড়লো যাত্রীবাহী বাস! দুর্ঘটনায় মৃত্যু ৫৫ জনের!

Tuesday, February 11 2025, 6:12 am
Guatemala Bus Accident | লোহার রেলিং ভেঙে ১১৫ ফুট গভীর খাদে পড়লো যাত্রীবাহী বাস! দুর্ঘটনায় মৃত্যু ৫৫ জনের!
highlightKey Highlights

ব্রিজ থেকে ১১৫ ফুট নিচে খাদে আছড়ে পড়ল যাত্রীবাহী বাস। এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫৫ জনের।


ব্রিজ থেকে ১১৫ ফুট নিচে খাদে আছড়ে পড়ল যাত্রীবাহী বাস। এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫৫ জনের। মধ্য আমেরিকার ছোট্ট দেশ গুয়াতেমালায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বাসটি রাজধানীর উত্তর পূর্বাঞ্চলের প্রোগেসো থেকে যাচ্ছিলো গুয়াতেমালা শহরের দিকে। কিন্তু ওই পথে বাসটি নিয়ন্ত্রণ হারায়। ওই অবস্থায় একাধিক গাড়িকে ধাক্কা মারে সেটি। এর পর লোহার রেলিং ভেঙে সেটি ১১৫ ফুট নিচে একটি নালার উপর আছড়ে পড়ে যাত্রী বোঝাই বাসটি। র্ঘটনার খবর পেয়ে, সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট বেরনার্দো আরেভায়ো।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File