খেলাধুলা

Paris Paralympic 2024 | হাই জাম্পে জোড়া পদক, প্যারালিম্পিকে ভারতের রেকর্ড পদক সংখ্যা ২০

Paris Paralympic 2024 | হাই জাম্পে জোড়া পদক, প্যারালিম্পিকে ভারতের রেকর্ড পদক সংখ্যা ২০
Key Highlights

প্যারিস প্যারালিম্পিকে ভারত ২০টি পদক জিতে ইতিহাস গড়েছে ভারত।

প্যারিস প্যারালিম্পিকে ভারতের রেকর্ড। হাই জাম্পের টি৬৩ ক্যাটাগরিতে জোড়া পদক এলো। মঙ্গলবার প্যারালিম্পিকের ষষ্ঠ দিনে মোট পাঁচটি পদক এল ভারতের ঝুলিতে। জ্যাভলিন থ্রো এবং হাই জাম্পে পদক জেতার ফলে ভারতের পদক সংখ্যা হল ২০। মঙ্গলবার ভারতকে প্রথম পদক এনে দেন দীপ্তি জীবনজি। মহিলাদের ৪০০ মিটারে ব্রোঞ্জ পান। পুরুষদের হাইজাম্পে মারিয়াপ্পান থাঙ্গাভেলুও ব্রোঞ্জ পান। একই বিভাগে শরদ কুমার পান রুপো। জ্যাভলিন থ্রোয়ে এল জোড়া পদক। অজিত সিং পান রুপো ও ব্রোঞ্জ পান সুন্দর সিং গুরজার।