Patna Paras Hospital | পাটনার হাসপাতালের ICUতে চললো গুলি! খুনের ঘটনায় অভিযুক্ত বন্দিকে গুলি করে মারলো দুষ্কৃতীরা!
Thursday, July 17 2025, 6:38 am
Key Highlightsপুলিশ সূত্রে খবর, এদিন সকালে একাধিক খুনের ঘটনায় অভিযুক্ত বন্দিকে হাসপাতালের ICUতে ঢুকে গুলি করে মারে দুষ্কৃতীরা।
পাটনার পারস হাসপাতালের ICUতে চললো গুলি! পুলিশ সূত্রে খবর, এদিন সকালে একাধিক খুনের ঘটনায় অভিযুক্ত বন্দিকে হাসপাতালের ICUতে ঢুকে গুলি করে মারে দুষ্কৃতীরা। নিহত বন্দি বিহারের চন্দন মিশ্র খুনের মামলায় প্রথমে বক্সার জেলে বন্দি ছিল। পরে সেখান থেকে তাকে ভাগলপুর জেলে পাঠানো হয়েছিল। তবে শারীরিক অসুস্থতার জন্য তাকে কয়েকদিন আগে প্যারোলে ছাড়া হয় এবং পারস হাসপাতালের ICUতে ভর্তি করানো হয়। এরপরই তাকে গুলি করে খুন করে দুষ্কৃতীর দল। এই ঘটনা দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর গোলমালের জের বলে সন্দেহ করছেন পাটনা পুলিশ।

