শহর কলকাতা

Baghajatin Building Collapse | কলকাতার বাঘাযতীনে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বহুতল! অনুমতি ছাড়াই চলছিল আবাসনে কাজ

Baghajatin Building Collapse | কলকাতার বাঘাযতীনে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বহুতল! অনুমতি ছাড়াই চলছিল আবাসনে কাজ
Key Highlights

মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটেছে কলকাতা পুরসভার ৯৯ ওয়ার্ড বাঘাযতীন চত্বরে বিদ্যাসাগরের কলোনিতে।

কলকাতায় ভেঙে পড়লো বহুতল! মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটেছে কলকাতা পুরসভার ৯৯ ওয়ার্ড বাঘাযতীন চত্বরে বিদ্যাসাগরের কলোনিতে। ওই আবাসনে মেরামতির কাজ চলাকালীনই বিপত্তি ঘটে। নিচের তলাটি কার্যত চুরমার হয়ে গিয়েছে। তবে আপাতত হতাহতের খবর নেই। কলকাতা পুরসভা সূত্রে খবর, কয়েক বছর আগে তৈরি হয়েছিল ওই বহুতলটি। কিন্তু কিছুদিন আগে তাতে ফাটল দেখা দেয়। এদিন হাইড্রোলিক জ্যাক দিয়ে আবাসনটি উঁচু করার কাজ চলছিল। অভিযোগ, মেরামতির কাজে কাউন্সিলরের অনুমতি ছিল না। কিন্তু তা তোয়াক্কা না করেই কাজ চলছিল।