Chicken Neck | ভারত-পাক যুদ্ধের আবহেই শিলিগুড়ির চিকেন নেকে বসলো মিসাইল লঞ্চার!

Thursday, May 8 2025, 3:00 pm
highlightKey Highlights

জানা গিয়েছে, শিলিগুড়ির চিকেন নেকে বসেছে ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা। যাকে মিসাইল লঞ্চার বলে।


‘‌অপারেশন সিঁদুর’‌ এর পর ক্রমশ বাড়ছে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা। এই আবহে বাড়ানো হচ্ছে অন্য দেশের সীমান্তে নিরাপত্তা। জানা গিয়েছে, শিলিগুড়ির চিকেন নেকে বসেছে ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা। যাকে মিসাইল লঞ্চার বলে। প্রায় সাড়ে ২২ কিমি দীর্ঘ শিলিগুড়ির চিকেন নেক করিডরে বসানো হয়েছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা। সারফেস টু এয়ার মিসাইল লঞ্চার বা স্যাম বসানো হয়েছে।অর্থাৎ বোঝাই যাচ্ছে বাংলাদেশ, চিন, নেপাল, ভূটান ঘেরা বাংলার চিকেন নেককে সুরক্ষিত রাখতে কোনওরকম ত্রুটি রাখছে না ভারতীয় সেনাবাহিনী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File