ভয়াবহ তুষার ধস উত্তরাখণ্ডে, হরিদ্বার পর্যন্ত জারি করা হয়েছে হাই অ্যালার্ট

Sunday, February 7 2021, 9:57 am
highlightKey Highlights

বিরাট তুষার ধস। হুড়মুড়িয়ে এগিয়ে আসছে বরফ-জল। জলের স্তর বেড়ে চলেছে ক্রমশ। কয়েকজনের ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে। বেশ কয়েকদিন ধরেই চলছিল বৃষ্টিপাত সঙ্গে তুষারপাত। তার জেরেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ধসের জন্য ধৌলিগঙ্গার বাঁধে ভাঙন ধরেছে। জানা গিয়েছে চামোলি হিমবাহে ফাটলের কারণে এই ধস। জোশীমঠের কাছে গ্রামের ক্ষতি হওয়ার আশঙ্কা। ধুলিগঙ্গার পাশের গ্রাম খালি করা হচ্ছে। উদ্ধার কাজে ITBP ,NDRF, SDRF। প্রকৃতির তাণ্ডবের কাছে মানুষ অসহায়। তবুও ইতিমধ্যে শুরু হয়েছে গিয়েছে উদ্ধারকাজ। কেদার নাথের স্মৃতি উস্কে দিন জোশীমঠের ঘটনা। প্রায় ১৫০ জনের বেশি নিখোঁজ, তাঁরা জলের তোড়ে ভেসে গিয়েছেন বলেই সন্দেহ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File