Milan | টেকঅফের ঠিক আগে এক ব্যক্তিকে শুষে নিলো বিমানের ইঞ্জিন! মর্মান্তিক দুর্ঘটনা মিলানে!
Tuesday, July 8 2025, 5:09 pm
Key Highlightsটেকঅফের ঠিক আগে টারম্যাকে থাকাকালীন, এক ব্যক্তিকে শুষে নিলো বিমানের ইঞ্জিন!
ইটালির মিলান শহরের ওরিও আল সেরিও বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনা! টেকঅফের ঠিক আগে টারম্যাকে থাকাকালীন, এক ব্যক্তিকে শুষে নিলো বিমানের ইঞ্জিন! ওই ব্যক্তির দেহ আটকে যায় ইঞ্জিনের মধ্যে। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ওড়ার জন্য প্রস্তুত ছিল বিমানটি, ফলে চালু ছিল তার ইঞ্জিন। আচমকা ইঞ্জিনের সামনে আসতেই ওই ব্যক্তিকে টেনে নেয়। বিমানটির ইঞ্জিনের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তির মৃত্যু হয়। মৃত ব্যক্তি ওই উড়ানের কোনও যাত্রী নাকি বিমানবন্দরের কর্মী, তা এখনও স্পষ্ট নয়।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইতালি
- বিমান পরিষেবা
- বিমান
- বিমান দুর্ঘটনা

