Sunny Leone | বিবাহিত মহিলাদের জন্য সরকারি যোজনা’র টাকা নিচ্ছেন সানি লিওন? সামনে এলো যুবকের প্রতারণার জাল

Monday, December 23 2024, 7:34 am
Sunny Leone | বিবাহিত মহিলাদের জন্য সরকারি যোজনা’র টাকা নিচ্ছেন সানি লিওন? সামনে এলো যুবকের প্রতারণার জাল
highlightKey Highlights

বীরেন্দ্র যোশী নামের ওই ব্যক্তি সানি লিওনের নামে অ্যাকাউন্ট খুলে ছত্তিশগড়ের বিবাহিত মহিলাদের জন্য ‘মাহতারি বন্দনা যোজনা’ থেকে টাকা নিতেন।


ছত্তিশগড়ে মহিলাদের জন্য সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন তারকা সানি লিওন? তারকা খোদ সেই প্রকল্পের টাকা না নিলেও তাঁর নাম ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট খুলে সকল সুবিধা নিচ্ছেন এক ব্যক্তি। অভিযোগ, বীরেন্দ্র যোশী নামের ওই ব্যক্তি সানি লিওনের নামে অ্যাকাউন্ট খুলে ছত্তিশগড়ের বিবাহিত মহিলাদের জন্য ‘মাহতারি বন্দনা যোজনা’ থেকে টাকা নিতেন। সম্প্রতি এই প্রতারণার বিষয়ে স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যম জানতে পারে। এরপরেই টনক নড়ে সরকারের। ইতিমধ্যে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইতিমধ্যেই ফ্রিজ় করে দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File

লেটেস্ট আপডেট