ডাইনি সন্দেহে প্রবীণকে পিটিয়ে মারল গ্রামবাসীরা, জখম হয়ে হাসপাতালে ভর্তি দুই মহিলা।
Thursday, December 10 2020, 12:44 pm
Key Highlightsমালবাজারে কুসংস্কারের বলি এক প্রবীণ।গুজবের জেরে গণপিটুনিতে জখম আরও দুই মহিলা। অভিযোগ, ওই তিনজন তন্ত্রসাধনা করে গ্রামবাসীদের খুন করছিল। এই খবর ছড়িয়ে পড়তেই বুধবার রাতে তাদের উপর চড়াও হয় বাসিন্দারা। তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে কয়েকজন অভিযুক্তকে। ডাইনি সন্দেহে ঘুমন্ত অবস্থায় এক ৬০ বছরের ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করে গ্রামবাসীরা । জখম হয়েছে আরও দুই মহিলা। আহতদের চিকিৎসা চলছে মালবাজার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মোঙ্গরা উরাও (৬০)। মোঙ্গরা নাকি তাদের বড় ডাইনি। এরপরই গ্রামের বেশ কয়েকজন যুবক মোঙ্গরা-সহ তিনজনকে ময়নাখোলাতে তুলে নিয়ে যায়। এরপর তিনজনকেই লাঠি এবং রড দিয়ে মারধর করা হয়।
- Related topics -
- রাজ্য
- মৃত্যু
- ডাইনি সন্দেহ
- লিনচিং

