দেশ

Ahmedabad Plane Crash | বিমান দুর্ঘটনায় 'ত্রাতা' শ্রমিক রাজু, ধ্বংসাবশেষ থেকে সোনাদানা-টাকা উদ্ধার

Ahmedabad Plane Crash | বিমান দুর্ঘটনায় 'ত্রাতা' শ্রমিক রাজু, ধ্বংসাবশেষ থেকে সোনাদানা-টাকা উদ্ধার
Key Highlights

রাজু রাত পর্যন্ত কাজ করে বহু মানুষকে বাঁচিয়ে কুড়িয়ে পান ৮০ গ্রাম সোনার গয়না, ৮০ হাজার টাকা-সহ মূল্যবান জিনিসপত্র। সবই জমা দেন পুলিশের কাছে।

যেকোনো বিপদে ত্রাতা শ্রমিক রাজু। আহমেদাবাদেও তাঁর অন্যথা হলো না। চিকিৎসক পড়ুয়াদের ছাত্রাবাস থেকে ১০০ মিটার দূরে নিজের বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন নির্মাণ শ্রমিক রাজু প্যাটেল। বিপদ আসতেই স্থানীয়দের জুটিয়ে নিয়ে উদ্ধারকার্যে নেমে পড়েন রাজু। শাড়ি, ধুতি ও দড়ি জোগাড় করে ছাত্রাবাসে আটকে থাকা আহতদের উদ্ধার করেন। চিরুনি হাতে ধ্বংসাবশেষে বেঁচে যাওয়া জিনিস খুঁজতে খুঁজতে ৮০ গ্রাম সোনার গয়না, ৮০ হাজার টাকা, একাধিক পাসপোর্ট সহ মূল্যবান জিনিসপত্র উদ্ধার করেন তিনি। তুলে দেন পুলিশের হাতে।