Amazon-Flipkart | মিক্সার গ্রাইন্ডার থেকে গিজার সবই নকল! আমাজন ও ফ্লিপকার্টের গুদাম অভিযানে চক্ষু ছানাবড়া পুলিশের

দিল্লির মোহন কো অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আমাজন ও ফ্লিপকার্টের গুদামে মিলল বিপুল পরিমাণে নকল জিনিসপত্র।
অনলাইনে কেনাকাটার জন্য ভারতীয়রা সবথেকে বেশি ভরসা করে Amazon এবং Flipkart। ব্র্যান্ডেড জুতো থেকে জানালার পর্দা সবই পাওয়া যায় এই দুই প্লাটফর্মে। এবার এই দুই প্লাটফর্মের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠেছে। সম্প্রতি ভারতীয় মান সংস্থা (BIS) দিল্লি, গুরগাঁও, ফরিদাবাদ, লখনউ সহ বিভিন্ন এলাকায় Amazon এবং Flipkart এই দুই ইকমার্স জায়ান্টের গুদামে অভিযান চালায়। গুদামগুলি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমান ভুয়ো এবং নিম্নমানের পণ্য। গিজার থেকে মিক্সার সবেতেই লাগানো আছে জাল আইএসআই মার্ক!
- Related topics -
- দেশ
- ই-কমার্স
- অ্যামাজন
- ফ্লিপকার্ট
- জালিয়াতি
- অনলাইন শপিং