Congo-Coltan Mine | কঙ্গোর রুবায়া খনিতে ভয়াবহ ভূমিধস, মৃত অন্তত ২০০, আহত একাধিক
Saturday, January 31 2026, 4:59 am

Key Highlightsকঙ্গোর রুবায়া কোল্টান খনিতে ভয়াবহ ধসে কমপক্ষে ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
বুধবার কঙ্গোতে ভয়াবহ ভূমিধসে মৃত্যু হলো কমপক্ষে ২০০ জনের। ওদিন সন্ধ্যা নাগাদ কঙ্গোর রুবায়া কোল্টান খনিতে কাজ চলাকালীন আচমকাই মাটি ধসে পড়ে। ধ্বংসস্তুপে চাপা পড়ে শয়ে শয়ে মানুষের মৃত্যু হয়। আহত বহু। কঙ্গোর ওই প্রদেশের গভর্নরের মুখপাত্র লুবুম্বা কাম্বেরে মুইসা জানিয়েছেন যে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা এখনও স্পষ্ট নয়। নিহতের সংখ্যা আড়াইশো ছাড়াতে পারে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। গুরুতর আহত অবস্থায় কিছু ব্যক্তিকে উদ্ধার করা হলেও, এখনও আটকে বহু।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভূমিধস
- মৃত্যু
- অস্বাভাবিক মৃত্যু
- আহত
- নিহত
- খনি
- কয়লাখনি


