Kolkata Metro | মেট্রোর দরজায় আঁকছেন কালো ক্রস! অজ্ঞাতপরিচয় যুবকের কাণ্ডে ঘনাচ্ছে রহস্য
Wednesday, July 23 2025, 3:34 pm

এবার কলকাতা মেট্রোয় (Kolkata Metro) আচমকা সিট থেকে উঠে একটি কামরার সব দরজায় কালো স্প্রে (Black Spray) দিয়ে 'ক্রস' (X) চিহ্ন এঁকে দিলেন এক যুবক।
এবার কলকাতা মেট্রোর সিসিটিভি ফুটেজে ধরা পড়লো অদ্ভুত দৃশ্য। মেট্রোর দরজায় কালো রঙ দিয়ে স্প্রে করছেন এক যাত্রী। গত জুন মাসে ওই ঘটনা ঘটে। গত ২৭ জুন কবি সুভাষ টু দক্ষিণেশ্বর রুটের মেট্রোতে MR 409 রেক নম্বর, কোচ নাম্বার 4036, দরজা নম্বর পাঁচের দরজায় কালো ক্রস একে দেয় এক নীল শার্ট পরা যুবক। কেন তিনি এই কাজ করলেন তা নিয়ে সন্দিহান মেট্রো কর্তৃপক্ষ। যাত্রীর পরিচয় জানতে নজরদারি চালানো হচ্ছে একাধিক স্টেশনে। ইতিমধ্যেই সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মেট্রো কতৃপক্ষ।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা মেট্রো
- দক্ষিণেশ্বর মেট্রো
- মেট্রো পরিষেবা
- মেট্রো
- মেট্রো আধিকারিক
- মেট্রো কর্তৃপক্ষ