Allu Arjun | দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের বাড়িতে হামলা! ছোড়া হলো পাথর ও টমেটো
Sunday, December 22 2024, 6:26 pm
Key Highlights
রবিবার এক দল ব্যক্তি হায়দরাবাদের জুবিলি হিলসে অবস্থিত আল্লুর বাসভবনে হামলা চালায়।
'পুষ্পা' সিনেমা খ্যাত দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের বাড়িতে হামলা! জানা গিয়েছে, রবিবার এক দল ব্যক্তি হায়দরাবাদের জুবিলি হিলসে অবস্থিত আল্লুর বাসভবনে হামলা চালায়। তারা সকলেই ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির সদস্য বলে খবর। অভিযোগ, আল্লু অর্জুনের বাসভবনের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি করে, অভিনেতার বাড়ি লক্ষ্য করে পাথর ও টমেটো ছোড়া হয়। এই ঘটনার সময়ে অভিনেতা আল্লু অর্জুন বাসভবনে ছিলেন না। ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই ঘটনার ভিডিও। অভিযুক্তদের জুবিলি হিলস থানায় নিয়ে যাওয়া হয়।
- Related topics -
- বিনোদন
- অভিনেতা
- দক্ষিণী অভিনেতা
- আল্লু অর্জুন
- পুষ্পা
- হামলা
- সেলিব্রিটি
- ভাইরাল