Bengal Padma Award 2025 | পদ্ম পুরস্কার ২০২৫এর তালিকায় বাংলার একঝাঁক জ্ঞানীগুণী, কারা কারা আছেন লিস্টে
সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে ২০২৫এর পদ্ম সম্মানের তালিকা ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। বাংলা থেকে এবার ৯ জন পাচ্ছেন পুরস্কার। পদ্মভূষণ পাচ্ছেন ১৯ জন, পদ্মবিভূষণ পাচ্ছেন ৭ জন।
সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে ২০২৫এর পদ্ম সম্মানের তালিকা ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। মোট ১১৩ জন পদ্মশ্রী পাচ্ছেন এ বার। বাংলা থেকে এবার ৯ জন পাচ্ছেন পুরস্কার। পদ্মভূষণ পাচ্ছেন ১৯ জন, পদ্মবিভূষণ পাচ্ছেন ৭ জন। বাংলা থেকে পুরস্কার প্রাপকেরা হলেন: অরিজিৎ সিং (আর্ট), গোকুলচন্দ্র দাস (আর্ট), মমতা শঙ্কর (আর্ট), নগেন্দ্রনাথ রায় (সাহিত্য শিক্ষা), পবন গোয়েঙ্কা (বাণিজ্য), সজ্জন ভজঙ্ক (ব্যবসা বাণিজ্য), স্বামী প্রদীপ্তানন্দ তথা কার্তিক মহারাজ (আধ্যাত্মিকতা), বিনায়ক লোহানি (সোশ্যাল ওয়ার্ক), তেজেন্দ্রনারায়ণ মজুমদার (আর্ট)।