Lok Bhavan | বঙ্কিম আবেগে শান! লোকভবনের একটি দ্বারের নামকরণ হলো সাহিত্যসম্রাটের নামে
Saturday, December 13 2025, 1:39 pm
Key Highlightsএছাড়া বছরভর ‘বন্দে মাতরম’কে শ্রদ্ধা জানাতে একাধিক অনুষ্ঠানের পরিকল্পনাও করেছেন সিভি আনন্দ বোস।
ক্যাবিনেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বঙ্কিমদা’ সম্বোধন থেকেই বিতর্কের সূত্রপাত হয়েছে। এবার সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্রকে অনন্য সন্মান দিলেন বাংলার রাজ্যপাল। শুক্রবার লোকভবনের তরফে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, শনিবার লোকভবনে ‘বন্দে মাতরম’ স্মরণে ‘নিত্যশিখা’র সূচনা করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল জানিয়েছে, লোকভবনের দক্ষিণ পশ্চিম দ্বারের নামকরণ হবে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে। বাংলা ভাষা ও সাহিত্যচর্চাকে উৎসাহিত করতে লোকভবনের তরফে ‘বন্দে মাতরম’ পুরস্কারের ঘোষণা করা হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- রাজ্যপাল
- ডঃ সি ভি আনন্দ বোস
- রাজ্য

