আন্তর্জাতিক

Iran-Israel Conflict | ইরান থেকে ভারতীয়দের সরাচ্ছে এমব্যাসি, প্রথম দফায় দিল্লি ফিরছে ১১০ পড়ুয়া

Iran-Israel Conflict | ইরান থেকে ভারতীয়দের সরাচ্ছে এমব্যাসি, প্রথম দফায় দিল্লি ফিরছে ১১০ পড়ুয়া
Key Highlights

ইরান থেকে ফিরিয়ে আনা অন্তত ১১০ জন ভারতীয় পড়ুয়াকে নিয়ে একটি বিমান বুধবার রাতে দিল্লি পৌঁছবে।

ইরান বনাম ইজরায়েল সংঘাত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ইতিমধ্যেই ইরান থেকে সমস্ত ভারতীয় নাগরিকদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইন্ডিয়ান এমব্যাসি। ইরানে চার হাজারেরও বেশি ভারতীয় নাগরিক রয়েছেন, যাদের প্রায় অর্ধেকই শিক্ষার্থী। মঙ্গলবার ইরান থেকে প্রথম দফায় ১১০ জন ভারতীয় পড়ুয়াকে নিরাপদে আর্মেনিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাঁরা দিল্লিতে (Delhi) ফিরবেন বুধবার। দোহা থেকে দিল্লিগামী বিমানটি রাত ১০.১৫ নাগাদ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।