Bangladesh । বাংলাদেশের সচিবালয়ে দাউ দাউ করে জ্বলছে আগুন, আগুন নিয়ন্ত্রণে দমকলের ১৯ টি ইঞ্জিন, মৃত এক দমকল কর্মী
বাংলাদেশের রাজধানী ঢাকায় সচিবালয়ের একটি ভবনে আগুন। জানা গিয়েছে, ঢাকার সেগুনবাগিচা এলাকায় অবস্থিত সচিবালয়ে গতকাল গভীর রাতে আগুন লাগে।
বড়দিনের আবহে ঢাকার সেগুনবাগিচা এলাকায় অবস্থিত এক সচিবালয়ে একটি ভবনে আগুন লেগেছে। স্থানীয় সময় রাত ১টা ৫২ মিনিটে দমকল বাহিনী অগ্নিকাণ্ডের খবর পায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৯টি ইঞ্জিন। আগুন নেভানো এখনও সম্ভব হয়নি। আগুন নেভাতে গিয়ে মারা গিয়েছে ১জন দমকল কর্মী। জানা গিয়েছে, সচিবালয়ের ৭নম্বর ভবনে এই আগুনটি লেগেছে যেখানে যুব ও ক্রীড়া মন্ত্রক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক, অর্থ মন্ত্রক, সেতু মন্ত্রক সহ আরও বিভিন্ন মন্ত্রক রয়েছে।
- Related topics -
- বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ
- বাংলাদেশ পুলিশ
- অগ্নিকান্ড
- ঢাকা
- দমকল মন্ত্রী
- দমকল