CRPF Jawan | পাকিস্তানিকে বিয়ে এবং পালাতে সাহায্য করার অভিযোগে বরখাস্ত হলেন এক CRPF জওয়ান!

পাকিস্তানি তরুণীর সঙ্গে বিয়ে এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও স্ত্রীকে ভারতে থাকতে সাহায্য করার অভিযোগ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এক জওয়ান বরখাস্ত হলেন।
জম্মু কাশ্মীরে কর্মরত এক সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে এক পাকিস্তানি নাগরিককে বিয়ে এবং পাকিস্তানে পালতে সাহায্য করার অভিযোগ উঠলো। সূত্রের খবর, অনলাইনে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা মিনাল খানের সঙ্গে অভিযুক্ত জওয়ান মুনির আহমেদের আলাপ হয়। ২০২৪এর মে মাসে ভার্চুয়ালি বিয়ে করেন তাঁরা। মার্চে ভারতে আসেন মুনাল তবে তাঁর ভিসা ফুরিয়ে যায়। আদালতের নির্দেশে মেয়াদ বাড়ানো হয় মুনালের। সিআরপিএফ কতৃপক্ষের অভিযোগ, তাঁদের না জানিয়েই পাকিস্তানি নাগরিককে বিয়ে করেছেন মুনির। তাঁকে বরখাস্ত করেছে কতৃপক্ষ।