Train Cancel | হাওড়া-তারকেশ্বর-আরামবাগ শাখাতেও বাতিল ট্রেন! সপ্তাহ শেষে বাতিলএক গুচ্ছ লোকাল ট্রেন!

শনিবার রাত ১১টা থেকে রবিবার সকাল ১১টা পর্যন্ত আপ ডাউন মিলিয়ে বাতিল থাকবে প্রায় ১৪ জোড়া লোকাল ট্রেন।
সপ্তাহ শেষে ভোগান্তি রেল যাত্রীদের। শনিবার রাত ১১টা থেকে রবিবার সকাল ১১টা পর্যন্ত আপ ডাউন মিলিয়ে বাতিল থাকবে প্রায় ১৪ জোড়া লোকাল ট্রেন। রেল সূত্রে খবর, দিয়ারা ও নসিবপুরের মাঝে ১৬ নম্বর ব্রিজ এবং নসিবপুর ও সিঙ্গুরের মাঝে ২১ নম্বর ব্রিজের পুননির্মানের কাজের জন্যই এক গুচ্ছ ট্রেন বাতিল থাকবে। যার মধ্যে রয়েছে ডাউন তারকেশ্বর হাওড়া লোকাল ৮টি, ডাউন তারকেশ্বর শেওড়াফুলি লোকাল ২টি, ডাউন গোঘাট হাওড়া লোকাল একটি, ডাউন গোঘাট তারকেশ্বর লোকাল একটি, ডাউন আরামবাগ হাওড়া লোকাল ১টি,ডাউন হরিপাল হাওড়া লোকাল একটি।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ভারতীয় রেল
- ট্রেন বাতিল
- ট্রেন