RSS | দিল্লিতে ১৫০কোটির ঝাঁ চকচকে অফিস, আরএসএসের নতুন সদর দপ্তর হার মানাবে কর্পোরেটকেও!

দিনকয়েক আগেই দিল্লির বিধানসভা নির্বাচন জিতেছে বিজেপি। তারপরেই প্রকাশ্যে এল দিল্লিতে গড়ে ওঠা আরএসএসের নতুন সদর দপ্তরের ঝলক। প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে এই নতুন ভবন।
দিল্লির নির্বাচনে একক সংখ্যাগরিষ্টতায় জিতেছে বিজেপি। এবার নজর আরএসএসের নতুন সদর দপ্তরের দিকে। প্রায় ১৫০ কোটি ব্যয়ে ৩.৭৫ একর জায়গা জুড়ে তৈরী হয়েছে এই দপ্তর। তিনটি বহুতলে সবমিলিয়ে আছে ৩০০টি ঘর। এই তিনটি টাওয়ারের প্রত্যেকটাই ১২ তলা উঁচু। সাধনা টাওয়ারে সমস্ত দপ্তর এবং বাকি দুটি টাওয়ার প্রেরণা, অর্চনাতে মূলত আরএসএস সদস্যরা থাকবেন। ভবনের অন্দরে রয়েছে ১৩০০ আসনের তিনটি অডিটোরিয়াম, পাঁচ শয্যার হাসপাতাল, ডিসপেনসারি। গোটা দপ্তরের বিদ্যুৎ চাহিদার ২০% মেটাবে সোলার প্যানেল।
- Related topics -
- দেশ
- নয়াদিল্লি
- দিল্লি সরকার
- রাজভবন
- ভারত