Bengaluru | ফের নীল সুটকেস আতঙ্ক! রেলওয়ে ব্রিজের ওপর মিললো সুটকেস বন্দি মৃতদেহ!
Wednesday, May 21 2025, 2:48 pm

বেঙ্গালুরুর পুরোনো চন্দাপুরা রেলওয়ে ব্রিজের কাছে হোসুর মেন রোডে মিলেছে সুটকেস বন্দি মৃতদেহ।
বেঙ্গালুরুতে রেলওয়ে ট্রাকের ওপর মিললো বেওয়ারিশ সুটকেসবন্দী মৃতদেহ। চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর পুরোনো চন্দাপুরা রেলওয়ে ব্রিজের কাছে হোসুর মেন রোডে। সূত্রের খবর, বুধবার সকালে রেল লাইনের ওপর একটি নীল সুটকেস পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে সুটকেস থেকে একটি দোমড়ানো মোচড়ানো তরুণীর মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, তরুণীর বয়স ১৮ এর আশপাশে। ইতিমধ্যেই মৃতদেহ পোস্টমর্টেমে পাঠিয়ে তরুণীর পরিচয় সন্ধানে তদন্ত শুরু করেছে সূর্যনগর থানার পুলিশ।
- Related topics -
- দেশ
- বেঙ্গালুরু
- খুন
- মৃতদেহ উদ্ধার
- মৃতদেহ
- মৃত্যু
- রহস্য মৃত্যু
- ভারত