BLO | এনুমারেশন ফর্ম বিলির অতিরিক্ত চাপ, ব্রেন স্ট্রোকে মৃত্যু মেমারির BLO-র!

Sunday, November 9 2025, 3:23 pm
highlightKey Highlights

মৃত BLO-র নাম নমিতা হাঁসদা (৫০)। অতিরিক্ত কাজের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে দাবি পরিবারের।


রাজ্যের প্রতিটি জেলায় শুরু হয়েছে SIR এর এনিউমারেশন ফর্ম বিলি। এই ফর্ম বিলির কাজ শুরু করেছেন নির্দিষ্ট জেলার BLOরা। আর এই এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে মৃত্যু হলো মেমারির BLOর। মৃত BLOর নাম নমিতা হাঁসদা (৫০)। সূত্রের খবর, মেমারি থানার অন্তর্গত বোহার-২ গ্রাম পঞ্চায়েতের চক বলরামের বাঙাল পুকুর এলাকায় এনিউমারেশন ফর্ম বিলি করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা নাগাদ ফর্ম বিলির সময় হঠাৎই তাঁর ব্রেন স্ট্রোক হয়। রাতেই হাসপাতালে মৃত্যু হয় তাঁর। পরিবারের অভিযোগ, বিডিও অফিস থেকে প্রচন্ড চাপ দেওয়া হচ্ছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File