CAA | অসমে নাগরিকত্ব পেলেন এক বাংলাদেশি মহিলা! CAA-তে নাগরিকত্বের শংসাপত্র দিলো স্বরাষ্ট্র মন্ত্রক

নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় এই প্রথমবার অসমে নাগরিকত্ব পেলেন এক বাংলাদেশি মহিলা।
২০০৭ সালে চিকিৎসার জন্য বাংলাদেশের চট্টগ্রাম থেকে ভারতে এসেছিলেন তিনি। পরে অসমের শ্রীভূমির এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে এবং এক সন্তানের জন্ম দেন মহিলা। এবার তাঁকেই নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় অসমের নাগরিকত্ব দিলো অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রের খবর, গত বছর জুলাইয়ে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। কিছু বিভ্রান্তির জেরে তাঁর আবেদন বাতিল হয়। পরে আবার তিনি আবেদন করলে তা গৃহীত হয়। উল্লেখ্য, তিনিই বাংলাদেশ থেকে আসা প্রথম মহিলা, যিনি অসমে নাগরিকত্ব পেলেন।
