Nipah Virus | নিপা ভাইরাসের জেরে কেরলে মৃত্যু ২৪ বছর বয়সী এক পড়ুয়ার, জারি সতর্কতা

Tuesday, September 17 2024, 4:53 am
highlightKey Highlights

সদ্য কেরলে এক ২৪ বছর বয়সী পড়ুয়ার মৃত্যু হয়েছে নিপা ভাইরাসের জেরে। এরপরই এই ভাইরাস নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।


দেশে বাড়ছে নিপা ভাইরাসের আতঙ্ক। জানা গিয়েছে, সদ্য কেরলে এক ২৪ বছর বয়সী পড়ুয়ার মৃত্যু হয়েছে নিপা ভাইরাসের জেরে। এরপরই এই ভাইরাস নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, নিপা হল একটি জুনোটিক ভাইরাস, যা পশু প্রাণীদের থেকে মানুষের শরীরে আসে। এছাড়াও সংক্রমিত খাবার বা মানুষ থেকে মানুষের শরীরেও আসে এই ভাইরাস। নিপা ভাইরাসের লক্ষণগুলি ৩ থেকে ১৪ দিনের মধ্যে প্রকট হয়ে ওঠে যখন জ্বর এবং মাথাব্যথা দেখা যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File