দিনের ব্যস্ততম সময়ে হাওড়া ও শিয়ালদহ ডিভিশন থেকে চলবে ৯৫ শতাংশ ট্রেন, ঘোষণা রাজ্য-রেল বৈঠকে !
Thursday, November 12 2020, 1:44 pm
Key Highlightsগতকাল থেকে রাজ্যে চলছে লোকাল ট্রেন, কিন্তু রেলের সংখ্যা কম থাকায় বিশেষত অফিস টাইমে ভিড় হচ্ছে প্রচুর পাশাপাশি সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের কোনো বালাই নেই। ৩০ লক্ষের জায়গায় গতকাল প্রায় ১০ লক্ষ মানুষ ট্রেনে যাতায়াত করেছেন। তাই, এই পরিস্থিতির সমাধানের জন্য আজ রাজ্য-রেল বৈঠকে সিদ্ধান্ত হয় যে সকাল ও সন্ধ্যের ব্যস্ততম সময় অর্থাৎ অফিস টাইমে হাওড়া ও শিয়ালদহ ডিভিশন থেকে চলবে ৯৫ শতাংশ ট্রেন। মূলত, ভিড় নিয়ন্ত্রণের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- Related topics -
- রাজ্য
- পরিবহন
- রেলওয়ে
- লোকাল ট্রেন
- করোনা ভাইরাস

