POK | উত্তাল পাক অধিকৃত কাশ্মীর! পাক সেনার গুলিতে মৃত্যু ৮ বিক্ষোভকারীর!

আন্দোলনের তৃতীয় দিনে পাক সেনার গুলিতে মৃত্যু হলো আট জন বিক্ষোভকারীর।
উত্তাল পাক অধিকৃত কাশ্মীর! আন্দোলনের তৃতীয় দিনে পাক সেনার গুলিতে মৃত্যু হলো আট জন বিক্ষোভকারীর। অভিযোগ, বিক্ষোভ নিয়ন্ত্রণে প্রকাশ্যে গুলি চালাচ্ছে সেনা। তাতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে আট বিক্ষোভকারীর। এখনও পর্যন্ত ১০ বিক্ষোভকারীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে মৌলিক অধিকার থেকে বঞ্চিত রাখার প্রতিবাদে ৩৮টি দাবি নিয়ে শরিফ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে পিওকেতে। এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে আওয়ামী অ্যাকশন কমিটি। সেই বিক্ষোভ অব্যাহত বুধবারও।