Cheetahs in India | ভারতে আসছে ৮ বতসোয়ানিয়ান চিতা! রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উপহার গ্যাবোরোনের

Thursday, November 13 2025, 3:51 pm
highlightKey Highlights

রাষ্ট্রপতিকে উপহার হিসেবে ৮ টি চিতা হস্তান্তর করার আশ্বাস দেন রাষ্ট্রপতি দুমা। কোয়ারান্টাইন শেষ হলে ভারতে পাঠানো হবে চিতাদের।


তিন দিনের বৎসোয়ানা সফরে গিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার সফরের শেষ দিনে রাষ্ট্রপতি মুর্মু এবং বৎসোয়ানার রাষ্ট্রপতি দুমা গাইদিয়ন বোকো পৌঁছন বতসোয়ানার রাজধানী গ্যাবোরোন থেকে ১০ কিলোমিটার দক্ষিণে মোকোলোডি নেচার রিজার্ভে। সেখানে কালাহারি মরু এলাকায় ঘানজি শহরের সংরক্ষণাগার থেকে এই ৮ শ্বাপদ চিতাকে নিভৃতবাসের গণ্ডি বা কোয়ারান্টাইন পেনে ছাড়া হচ্ছিল। এরপরই রাষ্ট্রপতিকে উপহার হিসেবে ৮ টি চিতা হস্তান্তর করার আশ্বাস দেন রাষ্ট্রপতি দুমা। কোয়ারান্টাইন শেষ হলে ভারতে পাঠানো হবে চিতাদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File