দিল্লি পুলিশলেডি হেড কনস্টেবল সীমা ঢাকার তৎপরতায় উদ্ধার পাচার চক্রে নিখোঁজ ৭৬টি শিশু, ভাইরাল সোশ্যাল-এ !
২০০৬ সালে সীমা ঢাকা দিল্লি পুলিশের লেডি কনস্টেবল পদে যোগদান করেন ও ২০১৪ সালে হেড কনস্টেবল হন এবং এরপরেই শিশু পাচার RACKET-এর তদন্তভার তাঁকে দেওয়া হয়। তিনি শিশু পাচার চক্রের কবলে পড়ে নিখোঁজ হয়ে যাওয়া ৭৬ টি শিশুকে উদ্ধার করেছেন; যা এই মুহূর্তে গোটা দেশের কাছে শুধু আলোচ্য বিষয় নয়, রাতারাতি ভাইরাল হয়ে গেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ২০১৯ সালে শুধু দিল্লিতেই ৫৪১২টি শিশু ও ২০২০ সালে ৩৫০৭ শিশু পাচার চক্রের ফাঁদে পরে নিখোঁজ হয়ে যায়; পরে মোট ৫৯৬৫ টি উদ্ধার হয়। কর্মকুশলতার এক নয়া নজির গড়ে সীমা এখন নতুন আইকন।