রাজ্যসংক্রমণ রুখতে ব্যারাকপুরে ৭ দিনের লকডাউনের ঘোষণা
সমীক্ষা অনুযায়ী, পশ্চিমবঙ্গের মধ্যে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমাতেই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। তাই এই অঞ্চলের করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতেই আগামী সোমবার অর্থাৎ ২১শে জুন থেকে ৭ দিনের জন্য পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে ব্যারাকপুরে। বাজার, শপিং মল বন্ধ রেখে সংক্রমণ শৃঙ্খল ভাঙার উদ্দেশ্যেই এই লকডাউন বলে জানিয়েছেন ব্যারাকপুরের পুর এলাকার মুখ্য প্রশাসক উত্তম দাস। এই ১ সপ্তাহ বাজার বন্ধ থাকায় পাড়ায়-পাড়ায় ভ্যানে করে সবজি পৌঁছে দেওয়ার ভাবনাও চলছে।