IND vs PAK | কেবল অনলাইনে স্ট্রিমিংয়েই ৬০.২ কোটি দর্শক! ভারত-পাক ম্যাচে ফের তৈরী রেকর্ড!

Monday, February 24 2025, 9:08 am
highlightKey Highlights

গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম পাকিস্তানের ম্যাচেও তৈরী হল রেকর্ড।


ভারত পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা, একাধিক রেকর্ড। গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম পাকিস্তানের ম্যাচেও তৈরী হল রেকর্ড। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচের সময় একসঙ্গে ৩.৫ কোটি দর্শক ডিজ়নি+হটস্টার অ্যাপে লাইভ দেখেছিলেন ম্যাচ। এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচের সময় সংখ্যাটা ছিল ২.৮ কোটি। কিন্তু গতকাল জিওহটস্টার অ্যাপে ভারত পাকিস্তান ম্যাচে শেষ বলের সময় অনলাইন ছিলেন ৬০.২ কোটি দর্শক। উল্লেখ্য, এই সংখ্যা কেবল অনলাইনে স্ট্রিমিংয়ের সংখ্যা। টিভিতেও খেলা দেখেছেন বহু মানুষ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File