Train Cancel | ভোগান্তি রেলযাত্রীদের! হাওড়া শাখায় টানা ১ মাস বাতিল ৬০টি লোকাল ট্রেন
Friday, December 20 2024, 10:27 am
Key Highlights
পূর্ব রেল জানিয়েছে, ২১ ডিসেম্বর থেকে আগামী ১ ফেব্রুয়ারি এক মাস হাওড়া শাখায় বাতিল থাকবে ৬০টি লোকাল ট্রেন!
ফের ভোগান্তি রেলযাত্রীদের। তাও আবার টানা ১ মাস ধরে! পূর্ব রেল জানিয়েছে, এক মাস হাওড়া শাখায় বাতিল থাকবে ৬০টি লোকাল ট্রেন! বেনারস রোড ওভারব্রিজের দুটি লেন তৈরির জন্য আগামী ২১ ডিসেম্বর থেকে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত ট্র্যাফিক এবং পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে। ফলে এই সময়ের মধ্যে হাওড়া শাখায় ৬০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে হাওড়া ব্যান্ডেল হাওড়া লোকাল, হাওড়া শেওড়াফুলি হাওড়া লোকাল, হাওড়া বেলুড় মঠ হাওড়া লোকাল এবং হাওড়া শ্রীরামপুর হাওড়া লোকাল।
- Related topics -
- ভারতীয় রেল
- ট্রেন
- লোকাল ট্রেন
- ট্রেন বাতিল
- হাওড়া জেলা
- রাজ্য
- পশ্চিমবঙ্গ